ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ 

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

সাভার কণ্ঠ

প্রকাশিত: ১৪:০০, ৬ মে ২০২৫

শেয়ার

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানতে চাইলে শফিকুল আলম ছুটির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: