ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ 

সাভার তিতাস গ্যাস কার্যালয় থেকে ১৫০ মিটার চুরি

সাভার কণ্ঠ

প্রকাশিত: ০৯:৪১, ৮ মে ২০২৫

শেয়ার

সাভার তিতাস গ্যাস কার্যালয় থেকে ১৫০ মিটার চুরি
সাভার তিতাস গ্যাস কার্যালয় থেকে ১৫০ মিটার চুরি

সাভারে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ে ফেলে রাখা ১৫০ গ্যাসের মিটার চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিতাসের প্রধান কার্যালয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তিতাস সাভার অফিস পরিদর্শন করেছেন।

বুধবার তিতাসের সাভার কার্যালয়ে গিয়ে জানা গেছে, গত রবিবার দুপুরে স্টোরে রাখা পুরাতন এবং নষ্ট মিটারগুলো ডাম্পিংয়ের জন্য ঢাকার ডেমরায় স্টোরে পাঠাতে গিয়ে সেখানে বেশকিছু মিটার খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দায়িত্বরত কর্মকর্তারা বুঝতে পারেন মিটারগুলো কেউ নিয়ে গেছে।

পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা দেখে তারা চুরির বিষয়ে নিশ্চিত হন। চুরি হওয়া এসব মিটার ছোট ধরনের শিল্প কারখানায় ব্যবহৃত হতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক (আরএমস ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ হাসান আল-মামুন বলেন, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে মিটার চুরির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া কতটি মিটার চুরি হয়েছে সেটি জানার জন্য আমাদের বিভিন্ন শাখা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এগুলো একসাথে হিসাব করলে জানা যাবে সত্যিকার অর্থে কতটি মিটার চুরি হয়েছে। তবে এই মুহুর্তে দেড়শ মিটার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় তিতাস গ্যাসের পক্ষ থেকে সাভার মডেল থানায় চুরির বিষয়টি জানিয়ে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: