
সাভারে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ে ফেলে রাখা ১৫০ গ্যাসের মিটার চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিতাসের প্রধান কার্যালয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তিতাস সাভার অফিস পরিদর্শন করেছেন।
বুধবার তিতাসের সাভার কার্যালয়ে গিয়ে জানা গেছে, গত রবিবার দুপুরে স্টোরে রাখা পুরাতন এবং নষ্ট মিটারগুলো ডাম্পিংয়ের জন্য ঢাকার ডেমরায় স্টোরে পাঠাতে গিয়ে সেখানে বেশকিছু মিটার খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দায়িত্বরত কর্মকর্তারা বুঝতে পারেন মিটারগুলো কেউ নিয়ে গেছে।
এগুলো একসাথে হিসাব করলে জানা যাবে সত্যিকার অর্থে কতটি মিটার চুরি হয়েছে। তবে এই মুহুর্তে দেড়শ মিটার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় তিতাস গ্যাসের পক্ষ থেকে সাভার মডেল থানায় চুরির বিষয়টি জানিয়ে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও পড়ুন: