Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/sva4rjsx70/public_html/common/config.php on line 186
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪

সাভার কণ্ঠ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৮ জুন ২০২৫ বুধবার

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪

বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের নিচ তলার দেয়াল ধসে পড়েছে। এ সময় অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বান ইউনিটে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন:  জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এলাকাবাসীর অভিযোগ, বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটির নিচ তলার দেয়াল ধসে পড়ে। পরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

তারা আরও জানান, জুয়েল মিয়ার বাড়ির নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের কক্ষের রাইজারে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারারাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল সোয়া ৭টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন রশিদ জানান, এ ঘটনায় ছয়জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি চারজন দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ডিইপিজেড (ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার জানান,  লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।