করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা মাস্ক ও লিফলেট বিতরণ করেছে । বুধবার (২ জুলাই ) সাভার পাকিজা মোড় (ইয়ামিন চত্বর), বাসস্ট্যান্ড, বাজার ও প্রধান সড়ক সংলগ্ন এলাকায় সাধারণ পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, দোকানদার ও শ্রমজীবী মানুষের মাঝে এ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল, মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন মিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী , কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক-নাবিলা তাবাসুম, শিক্ষা বিষয়ক সম্পাদক আঁখি, ক্রীড়া বিষয়ক সম্পাদক-জান্নাত, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল হক, সদস্য শারমিন আক্তার আঁখি ও আল- আমিন।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা সভাপতি বলেন, ‘করোনা সংক্রমণের ঝুঁকি দিনদিন বাড়ছে। অনেকেই অসচেতনভাবে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানা থেকে বিরত থাকছেন। তাই মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই সবাই মাস্ক পড়ুক, স্বাস্থ্যবিধি মেনে চলুক এবং নিজেদের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখুক।’