ঢাকা সোমবার, ২৫ আগস্ট ২০২৫ 

তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সাভার প্রেসক্লাবের মানববন্ধন

সাভার কণ্ঠ

প্রকাশিত: ১১:৪৪, ১০ আগস্ট ২০২৫

শেয়ার

তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সাভার প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সাভার প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাভার প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা তার বক্তব্যে বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। অন্যথায় সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়। 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন তারা। 

বক্তারা আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোর মধ্যে প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে গণমাধ্যমকর্মীরা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারেন বলেও জানান বক্তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, নির্বাহী সদস্য আকলাকুর রহমান, একুশে টিভির সাংবাদিক শাহেদ জুয়েল, কালের কণ্ঠের ওমর ফারুক, এশিয়ান টিভির আহসান উল্লাহ, এটিএন বাংলার শেখ আবুল বাশার, গ্লোবার টিভির তোফায়েল হোসেন তোফাসানীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: