ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫ 

গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে

সাভার কণ্ঠ

প্রকাশিত: ১২:২০, ২২ জুন ২০২৫

শেয়ার

গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে
গয়না তৈরির কারিগরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় গাছে

সাভারে আব্দুল মালেক (৩৫) নামে এক গয়নার কারিগরকে গাছের সঙ্গে বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ জুন) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকায় একটি পরিত্যক্ত স্থানে গাছে সঙ্গে মরদেহ বাঁধা দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেটের একটি দোকানে গয়না প্রস্তুত করতেন। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বের হন আব্দুল মালেক। পরে বিকেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল মালেকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: