
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে। সোমবার (২ জুন) বিকেল ৪ টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় বাস থেকে নামার সময় হেনস্তার শিকার হন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই নারী শিক্ষার্থী সাভারের রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাস থেকে নামার সময় বাস চালকের সহকারী তাঁকে হেনস্তা করেন। পরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দেয়। ঘটনার সঙ্গে জড়িত বাসের চালকের সহকারীকে শনাক্ত না করা পর্যন্ত দুটি বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রেখেছে মালিকপক্ষ।
হেনস্তার ঘটনা শুভযাত্রা পরিবহনের সাভার এলাকায় কর্মরত লাইনম্যান মাসুদুর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ক্যাম্পাসে আসেন। পরে রাত নয়টার দিকে শুভযাত্রা পরিবহনের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে থামিয়ে বাসের চাবিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জিম্মায় জমা দেন।
এ বিষয়ে লাইনম্যান মাসুদুর রহমান বলেন, শুভযাত্রা বাসের হেলপার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার কথা জানালে আমি ক্যাম্পাসে এসে শোভাযাত্রা পরিবহনের দুটি বাস আটক করে প্রশাসনের জিম্মায় রেখে দিয়েছে। বাসের মালিকপক্ষের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি সুরাহা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, গতকাল বিকেল ৪ টার দিকে সাভার রেডিও কলোনি এলাকায় বাস থেকে নামার সময় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন মর্মে আমরা একটি লিখিত অভিযোগ পাই। গতকাল বাসের মালিকপক্ষের আসার কথা থাকলেও আসেননি। তাঁরা আজকে আসবে বলে জানিয়েছেন। তাঁরা এলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: