ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫ 

ঈদযাত্রায় আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ভোগান্তি

সাভার কণ্ঠ

প্রকাশিত: ১০:৫২, ৪ জুন ২০২৫

শেয়ার

ঈদযাত্রায় আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ভোগান্তি
ঈদযাত্রায় আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ভোগান্তি ও নিরাপত্তাহীনতার শঙ্কা

প্রতি বছরই ঈদযাত্রায় দেশের উত্তরবঙ্গগামী আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা মহাসড়কটিতে নামে যাত্রীদের ঢল। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলোর ছুটি শুরু হলে সড়কটিতে যাত্রী ও পরিবহনের চাপ বাড়ে কয়েকগুন। এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজের কারণে সংকীর্ণ হয়ে পড়া এই সড়কটিতে ঈদের বাড়তি চাপ সামলাতে প্রতিবছরই হিমশিম খেতে হয় প্রশাসনের। তার ওপর এবছর বৈরি আবহাওয়ার কারণে জলাবদ্ধতা থাকায় বেড়েছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।

যাত্রীরা বলছেন, গত কয়েক মাসে মহাসড়কে ঘটে যাওয়া ছিনতাই-ডাকাতি নিয়ে আতঙ্ক রয়েছেন তারা। তবে প্রশাসন বলছে সড়ক-মহাসড়কে ভোগান্তি নিরসনে ও নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রশাসনের তৎপরতায় ভোগান্তি ও সকল আশঙ্কা কাটিয়ে ঈদযাত্রা হবে নিরাপদ ও নির্বিঘ্ন এমনটাই প্রত্যাশা সাভারের সড়ক ব্যাবহারকারীদের।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: