ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫ 

কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেপ্তার

সাভার কণ্ঠ

প্রকাশিত: ০৯:০৬, ১৫ জুন ২০২৫

শেয়ার

কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেপ্তার
কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেপ্তার

কেরারীগঞ্জে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের হাজী তরিকউল্লাহ রোড এলাকা থেকে আটক করা হয়। 

আটকের পর তাকে জুলাই আন্দোলনের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৪ জুন) আদালতে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভ্রত এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিস ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আল আমিন জানান, গ্রেপ্তারকৃত সাহিদ পতিত ফ্যাসিস্ট সরকারের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান। এর বাইরেও তিনি পতিত সরকারের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। আপাতত, তাকে জুলাই আন্দোলনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

novelonlite28
umchltd

সম্পর্কিত বিষয়: